৬ ডিসেম্বর ২০১৬ মঙ্গলবার | সন্ধ্যা ৭টা | ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তন, বাংলাদেশ মহিলা সমিতি
নাটক: অনন্ত হিরা
নির্দেশনা: আউয়াল রেজা
দল: প্রাঙ্গনেমোর (ঢাকা, বাংলাদেশ)
নাটক কাহিনী:
উল্লেখ প্রয়োজন ‘কনডেমড সেল’ নাটকে ঘটনা প্রবাহ এবং সকল চরিত্র কাল্পনিক। নাট্যকার এ নাট্য প্রয়াসকে আমাদের প্রিয় মাতৃভূমিতে বাঙালি জাতির সবচেয়ে গৌরবময় ঘটনা ১৯৭১ সালের স্বাধীনতা অর্জনের পূর্বে আমাদের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তানি বর্বর হানাদার বাহিনী এবং তাদের এ দেশীয় দোসর নরঘাতক রাজাকার, আল-বদর, আল-সামস বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতা ও অংশগ্রহণে যে গণহত্যা ও নারী ধর্ষণের নির্মমতার বিষক্রিয়ায় নীল করে তোলে ছাপ্পান্ন হাজার বর্গমাইলের আটষট্টি হাজার গ্রাম তারই কিছু খণ্ড চিত্রের নাট্য নির্মাণ ব্যাতিত নাটকের বাদ বাকী ঘটনা পরম্পরা বয়ে নিয়ে যায় যে সকল চরিত্রসমূহ তারা সকলেই কাল্পনিক। তথাপি দর্শকের নিজের দেখা কোনো কোনো চরিত্র ঘটনা বা অভিজ্ঞতার সংগে যদি এ নাটকের কোনো চরিত্রের সাদৃশ্য খুঁজে পান বা আবিষ্কার করেন সে দায় দর্শকেরই। আর যে সকল দর্শক কোনো সাদৃশ্য খুঁজে পাবেন না বা সাদৃশ্য আবিষ্কার করতে ব্যর্থ হবেন তাঁরা দায়মুক্তি নিয়েই গৃহে ফিরতে পারবেন। ‘কনডেমড সেল’ নামের এ নাট্য প্রয়াসের অভিপ্রায় দায়যুক্ত দর্শকের অন্বেষন। নাটকের সকল ঘটনা প্রবাহ সংগঠিত হবে কারা অভ্যন্তরে ‘কনডেমড সেল’-এ। কারা বিধি বা রীতি অনুযায়ী যেখানে শুধুমাত্র মৃত্যুদণ্ড প্রাপ্ত কয়েদীরা থাকে।
মঞ্চে:
ওসমান : অনন্ত হিরা
মিয়া ভাই : সবুক্তগীন শুভ
নসু : নূনা আফরোজ
জেলার : আউয়াল রেজা
বদ্দা : রামিজ রাজু
চান্দের হুজুর : জাহিদুল ইসলাম
খামারুজ : মাইনুল তাওহীদ
মেহেরুন্নেসা : শুভেচ্ছা রহমান
মেহেরুন্নেসার মা : নূপুর
মেহেরুন্নেসার ভাই: বন্ধু তুহিন
যুবক মিয়া ভাই : আহমেদ সুজন
যুবক বদ্দা : বন্ধু তুহিন
পাকিস্তানি মেজর : সোহাগ রহমান
পাকিস্তানি সেনা : সোহেল, নির্ঝর
কয়েদী ম্যাট : মোফাজ্জল, পার্থ, খালিদ
গ্রামবাসি : প্রকৃতি, সুজয়, রাজা, মিঠুন, মোফাজ্জল, মৌসুমী, টুসি, খালিদ
নেপথ্যে:
মঞ্চ : ফয়েজ জহির
আলো : তৌফিক অজীম রবিন
সঙ্গীত : রামিজ রাজু
পোশাক : শুভেচ্ছা রহমান
সহযোগী : রুহুল আমীন রাজা
সঙ্গীত প্রয়োগ : রিগ্যান সোহাগ রতœ
আলোক প্রক্ষেপণ : স্বাধীন আরুশ
প্রপস ব্যবস্থাপনা : টুসি
উইগ : মো: মানিক খান
রূপসজ্জা : জনি সেন
প্রচার ও প্রকাশনা: সরোয়ার সৈকত
মঞ্চ ব্যবস্থাপনা : স্বাধীন আরুশ