৫ ডিসেম্বর ২০১৬ সোমবার সন্ধ্যা ৫:৩০ মিনিট
নাসিরুদ্দিন নাদিম মঞ্চ, বহিরাঙ্গন, বাংলাদেশ মহিলা সমিতি
দলের কথা:
পাহাড়ে সমতলে যে মানুষগুলো নিপীড়িত যাদেরকে এই রাষ্ট্র “তৃতীয়” শ্রেণীতে হিসেব করে, তাদের জন্য, মানবতার জন্য আমরা আওয়াজ তুলি গান করি, লড়াই করি। অশুভর সাথে মানুষের লড়াই আমাদের প্রাণে সুর দিয়ে যায় অথবা কান্না বেরিয়ে আসে বরং প্রতিবাদ বলা যায়। দুঃসময়ে মানবতা যখন গুমরে কাঁদে আমরা চিৎকার করে জানান দিতে চাই মানুষ জেগে উঠবে। অশুভর কবরের উপর দাঁড়িয়ে মানবতার জয়গান গাইতে চাই।
লাইন আপ:
শ্যাম সাগর মানকিন (ভোকাল)
রিটন চাকমা (গীটার)
জেমসন আমলাই (গীটার)
অন্তর স্কু (বেজ গীটার)
সায়ন মাংসাং (গীটার ও বাঁশি)
হরেন্দ্রনাথ সিং (মাদল)
আন্তনী রেমা (কাজন, ড্রামস)
যোয়েল চাকমা (ফটোগ্রাফার ও মিডিয়া ম্যানেজার)