সার সংক্ষেপ:
নৃত্য যেহেতু শরীরনির্ভর একটি দৃশ্যকলা বা প্রদর্শনবিদ্যা, আর যেহেতু আমাদের সংস্কৃতির ইতিহাসে মেয়েদের নাচের সঙ্গে বিনোদনের সমাজমনস্তত্বটি জড়িয়ে জাপ্টে আছে, তাই কোনো নাট্যকার যখন নৃত্যনাট্য আকারে পেশ করতে চান নারীশরীর ও লিঙ্গরাজনীতির বয়ান, আধুনিক নির্দেশকের সামনে এসে পড়ে অনেকগুলি প্রশ্ন। শরীর যখন নিজেই একধরণের পারফর্মেন্স, তখন শরীরকে বিষয় করে এবং শুধু শরীরকে নির্ভর করে কী মঞ্চবয়ান নির্মাণ করা হলো বা হতে পারে, সেটা নিয়ে একটা আলোচনা করা যেতে পারে এই পরিসরে। যেহেতু মূলতঃ কাজ করেছি রবীন্দ্রনাথ নিয়ে, তাই টেক্সটগুলোকে পাঠ করতে হয়েছে সময়ের সঙ্গে মিলিয়ে দেখে আবার একই সাথে মাথায় রেখে এই সত্যটি যে রবীন্দ্রনাথ নিজেই আমাদের একটি দুরূহ জটিল কালচারাল কন্সট্রাক্ট। থিয়েটারী করতে গেলে তো আমাদের এই কন্সট্রাক্টগুলি নিয়ে ভাঙাচোরা করতেই হয়, তারই কিছু অভিজ্ঞতা, সংশয়, সন্ধানগুলি নিয়ে এই আলোচনা, এটুকুই প্রাথমিকভাবে বলার।
প্রশিক্ষক পরিচিতি:
শৈবাল বসু (জন্ম ১৯৭০) একজন শিক্ষক ও থিয়েটারকর্মী। তিনি যেকোন ধরণের আধিপত্যবিরোধি একজন মানুষ। কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন। থাকেন, থিয়েটার করেন, পড়ান জলপাইগুড়িতে। তাঁর দলের নাম ইমন। তার উল্লেখযোগ্য প্রযোজনা ওগো পুর সুন্দরী, চন্ডালিকা, কথা চিত্রাঙ্গদা। জেন্ডার, রাজনীতি, পরিবেশ নিয়ে আছে তাঁর চমৎকার বোঝাপড়া। রবীন্দ্রনাথ, মিল্টন ও এলিয়টের নাটকে পুনর্জন্মের বয়ান নিয়ে লিখেছেন— Plays of Rabindranath Milton Eliot: the narratives of Rebirth.