বটতলা রঙ্গমেলা ২০১৬ ভাবনা:
ধ্বংসের তাণ্ডবলীলা আজ সভ্যতার নতুন নিশানা- ঠিকানাও। দিকে দিকে মরছে মানুষ, হচ্ছে লুণ্ঠিত-হতমান। সভ্যতা আর পন্যমুখী আগ্রাসী উন্নয়নের চাপে প্রাণ-প্রকৃতি-মানবতা লুটাচ্ছে ধূলায় – দেশে দেশে স্বপ্নচারীদের হত্যা করা হচ্ছে, স্বপ্নের চোখে ধুলো দিয়ে মানুষ ছুটছে দস্যুতার পথে।
মানুষে মানুষে ভিন্নতাই স্বাভাবিক, প্রাকৃতিক। নানা ভিন্নতাকে নানা রকম ‘অন্য’ বানিয়ে আমরা তাদের হত্যা করছি, করছি লুটপাট, ধ্বংস। নারীর বিরুদ্ধে, শিশুর বিরুদ্ধে, প্রাণ ও ধরিত্রীর বিরুদ্ধে, ভিন ধর্মের, গোত্রের, জাতিসত্তার বিরুদ্ধে, ভাষাভাষির বিরুদ্ধে কেবলই হননেচ্ছা। তার জমি লুটে নিতে, তাকে পরাস্ত করতে, তার জাতিকে নিশ্চিহ্ন করতে আমার যে সহিংসতা করছি তা দেশে দেশে দিকে দিকে – ‘অন্য’কে না জানাটা যার অন্যতম কারণ। তাই জানতে হবে বেশি, মেলাতে হবে, মিলতে হবে মুক্তির উৎসবে। ভিন্ন কে ‘অন্য’ করা বন্ধ না করে, রাজনীতিকে গোলকের বেশির ভাগ জনগণের রাজনীতি না করে কোন অনাচারই বন্ধ করা যাবে না। সাংস্কৃতিক মেলবন্ধনই এই তাণ্ডব থেকে, আগামীর ভয়াবহতা থেকে মুক্তির ইশারা দিতে সক্ষম। নিঃশঙ্ক চিত্তে সেই ডাক আমরা দিতে চাই- ধরিত্রী ও মানবহত্যার বিরুদ্ধে – মুক্তির উৎসব আনবোই সকলের পদচারণায়।